অসহনীয় ভ্যাপসা গরমে মানুষ যখন অতিষ্ঠ ঠিক সেমুহূর্তে দেশজুড়ে বৃষ্টির পরশ অন্যরকম প্রশান্তি এনে দিয়েছে। বুধবার সন্ধ্যার পর থেকে আজ বৃহস্পতিবার সকাল নাগাদ সারাদেশেই কমবেশি বৃষ্টি হওয়ায় গত কয়েকদিন ধরে চলা দেশের বৈরি আবহাওয়ার অনেকটাই অবস্থার উন্নতি হয়েছে।
গত তিনদিন ধরে তাপমাত্রা বেড়ে ভ্যাপসা গরম পড়েছে সারাদেশে। গরমে মানুষ যখন অতিষ্ট, ঠিক সেই মুহূর্তে রাজধানীতে এক পসলা বৃষ্টি যেন স্বস্তি এনে দিয়েছে। আজ সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা, কোনো কোনো এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছিল।
কয়েকদিন ধরে সারাদেশেই কমবেশি বৃষ্টি হচ্ছে। আজ সোমবারও তিন বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় ১১ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে।